রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের হলরুমে গতকাল সোমবার মেয়েদের সমস্যাগুলোকে ফোকাস দিয়ে ডিবেট ক্লাব গঠন ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে মালালা ফান্ডে পরিচালিত ইনফ্লুইন্স স্কুলস এন্ড সাব-ন্যাশনাল এন্ড ন্যাশনাল ডিসিশন মেকারস টুওয়ার্ডস এ মোর জেন্ডার রিসপনসিভ, ক্লাইমেট রেজিলিএন্ট এন্ড ডিজিট্যালি ওরিয়েনটেন্ড সেকেন্ডারী এডুকেশন ইনভারমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ প্রতিরোধে আইনেয় যথেষ্ট এই প্রতিপাদ্য বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়া এতে সভাপতিত্ব করেন। বির্তক প্রতিযোতিায় বিচারক হিসেবে ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক শফিউল বাশার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উত্তম সরকার।