বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর আওতায় গাইবান্ধায় ডিজিটাল ম্যারাথন দৌড় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এতে সভাপতিত্ব করেন। এতে সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা থেকে আগত মেজর ইসতিয়াক সহ তাঁর কর্মী উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখ করা হয়, মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সারাদেশব্যাপী গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত অসামরিক ব্যক্তিদের এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এই দৌড়ে ৫, ১০, ১৫ ও ২০ কি.মি. এই ম্যারাথন দৌড়ে এই সময়ের মধ্যে প্রায় ১০ লাখ লোক এই ম্যারাথন দৌড় সম্পন্ন করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই দৌড়ে অংশ গ্রহণে ইচ্ছুকদের পূর্বেই রেজিস্ট্রেশন করতে হবে। গাইবান্ধার জেলার সাতটি উপজেলাতেই এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে ১৭ এবং ২৩ ফেব্রুয়ারী। এই দৌড়ে অংশগ্রহণকারী ইচ্ছুকদের ১৫ ফেব্রুয়ারী থেকে ১৭ ফেব্রুয়ারীর পূর্বেই সংশ্লিষ্ট উপজেলা পরিষদে সেনাবাহিনীর প্রতিনিধিদের কাছে রেজিঃ করার জন্য সভায় অনুরোধ জানানো হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌড় শুরু হবে জেলা প্রশাসন কার্যালয় থেকে ১৭ মার্চ সকাল ১১টায়।