সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আজ সকাল ১০ টায় গাইবান্ধা ডায়াবেটিক সমিতির কলেজ রোডের অফিস ক্যাম্পাস ও ডায়গনিস্ট সেন্টার পরিদর্শন করেন গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান। তিনি ডায়াবেটিক সমিতির পরিচালিত বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন । সমিতির কার্যালয়ে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি গোবিন্দ লাল দাস, সাধারন সম্পাদক এ্যাডঃ সেকেন্দার আযম আনাম, আবেদুর রহমান স্বপন, কামরুল আলম চিনু, ওসমান আলী, এ্যাডঃ রোকুনুজ্জামান পলাশ প্রমুখ। পরে আলহাজ্ব আইয়ুব আলী দোয়া পরিচালনা করেন । পৌর মেয়র মোঃ মতলুবর রহমান বলেন, ডায়াবেটিক সমিতি চিকিৎসা সেবার ক্ষেত্রে অন্যন্য ভূমিকা রাখছে। ডায়াবেটিক সমিতির সার্বিক কল্যানে কাজ করে যাওয়া আস্বাস দেন ।