শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গতকাল সোমবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু বাদী হয়ে ডাঃ মুরাদসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। বিজ্ঞ বিচারক গতকাল সোমবার আদেশের দিন ধার্য করেন। আদালত শুনানী শেষে ৩০২ ধারায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুল খবির মামলার আবেদন খারিজ করে দেন। মামলার শুনানী করেন অ্যাডঃ আব্দুল হালিম প্রামাণিক।
এর আগে গাইবান্ধা সদর আমলী আদালতে ডাঃ মুরাদ হাসান ও ফেসবুক পেইজের উপস্থাপক চট্টগ্রাম পটিয়ার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গত রোববার মামলার (৭৬০/২১) আবেদন জানানো হয়।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে গত ১ ডিসেম্বর ফেসবুক পেইজে উদ্দেশ্যেমূলকভাবে কুরুচিপুর্ণ, নারী বিদ্বেষী এবং মর্যাদাহানিকর কটূক্তি করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।