শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক প্রতিবন্ধী শিক্ষাক্ষেত্রে বিশিষ্ট গবেষক ড. নিরাফাত আনাম শিপ্রা’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ড. নিরাফাত আনাম শিপ্রা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে গাইবান্ধা শহরের ৫টি প্রাথমিক বিদ্যালয় ও প্রতিবন্ধী স্কুলের প্রায় ৪০ জন শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের সহ:সভাপতি আফরুজা বেগম লুপু। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার, মিজানুর রহমান মল্লিক, বক্তব্য রাখেন দেবাশিষ দাস দেবু, শিক্ষক ইদ্রিস আলী, শিক্ষক মাহমুদা বেগম, রিক্তু প্রসাদ, মিতা হাসান, ওয়াজিউর রহমান রাফেল প্রমুখ। বক্তাগণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে সরকারকে আরও উগ্যোগী ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য আহবান জানান।