মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ গাইবান্ধায় ঠাকুরেরদিঘীতে অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গাইবান্ধা- ধর্মপুর সড়কের খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী নামক এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
দুপুরে স্থানীয়রা ঘাস কাটতে এসে শিশুর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে জন্মের পরেই শিশুটিকে হত্যা করে এখানে ফেলে দেয়া হয়েছে।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।