শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

টেলিগ্রাফ অফিসের দেয়াল ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

টেলিগ্রাফ অফিসের দেয়াল ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পোস্ট অফিস সংলগ্ন টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনের দেয়াল ভেঙ্গে ইটের নিচে চাপা পড়ে গতকাল শনিবার সকালে আইয়ুব আলী (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, বেশকিছুদিন ধরে ১৫ জনের একদল শ্রমিক গাইবান্ধার টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলার কাজ করছিল। এরই এক পর্যায়ে কাজ করার সময় হঠাৎ দেয়াল এবং দেয়াল সংলগ্ন বিমটি ভেঙ্গে শ্রমিক আইয়ুব আলীর গায়ের উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com