শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা গতকাল নেটস বাংলাদেশের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল,ফজলে করিম নান্টু, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, শিক্ষক শহিদুর রহমান, শাহ আলম যাদু, কার্তিক চন্দ্র বর্মণ, আব্দুল জলিল প্রমুখ।
সভায় শিক্ষাবিদ জহুরুল কাইয়ুমকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট জিইউকে পরিচালিত গাইবান্ধা জেলা শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়।