শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াসিম আলমকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওয়াসিম আলমকে মদ্যপ অবস্থায় শহরের কাচারী বাজারের সুইপার কলোনির সন্তোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে গতকাল বুধবার তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধা শহরে অবৈধভাবে বাংলা মদ ও রেকটিফায়েড স্পিরিট কেনাবেচা বেড়ে যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।