সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র হত্যা দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন ও মুকুল মিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেব প্রমুখ।
উল্লেখ্য, তৎকালীন বিএনপি সরকার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে। ওইদিনটিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।