শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যাগে ব্রীজ রোডের মুক্তিযোদ্ধ কমúেøক্সের নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদার সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম । বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি ইস্তকুর রহমান প্রমুখ।
বিদায়ী জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, জেলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করেছি । সীমিত সম্পদ দিয়ে এখানকার মানুষের চাহিদা পূরন করার জন্য চেষ্টা করেছি। তবে গাইবান্ধা জেলার মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি।