শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জেলা পাসপোস্ট অফিস ভবন নির্মানের জন্য ভূমি অধিগ্রহনের ক্ষতিগ্রস্থ মালিকদের মাঝে অনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার গাইবান্ধা পলাশবাড়ি সড়কের টেংগরজানি এলাকায় এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পাসপোস্ট অফিসার মোঃ শামীম হোসেন, এ্যাডঃ মোঃ আইয়ূব আলী প্রধান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, জুলফিকার আলী সহ অন্যান্য কর্মকর্তা গণ।
প্রথম পর্যায়ে জমির মালিককে ৬২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। উল্লেখ্যঃ গণপূর্ত বিভাগ ৩ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৮শ ৬৮টাকা ব্যায়ে জেলা পাসপোস্ট অফিস ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করবে।