সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন

জেলা ক্রীড়া সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময়

জেলা ক্রীড়া সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম (প্রস্তাবিত) গাইবান্ধায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার শুভ উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। তিনি বলেন, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান নির্বাহী কমিটি গত বছরের নভেম্বরে গঠনতান্ত্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত হই। বিধি মোতাবেক সংস্থার রেজিস্টার্ড ক্লাবসমূহের প্রতিনিধি, সাত উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সাধারণ পরিষদের অন্তর্ভূক্ত হওয়ার পর বর্তমান নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সার্বিক ব্যবস্থাপনায় জেলার ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নতুন উদ্দীপনা। প্রণীত ক্রীড়াপঞ্জি অনুযায়ী ১৮টি ক্লাবের অংশ গ্রহণে গত ২৯ মে থেকে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে ফোর স্টার ব্রিকস্ পাইওনিয়র ক্রিকেট লীগ ২০২১। যা চলমান রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে (প্রস্তাবিত) শুরু হচ্ছে ‘নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা’। এতে ৩৮ টি ক্লাবের শতাধিক খেলোয়াড় বালক, বালিকা, পুরুষ বিভাগে অংশগ্রহণ করবেন। এতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রসাশক মোঃ আবদুল মতিন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মতবিনিময় কালে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সভাপতি বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। এসময় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com