রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আব্দুর রউফ তালুদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম, বিআরডিরি’র উপ-পরিচালক মোঃ আব্দুর সবুর, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ সারোয়ার কবির, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদ চৌধুরী বিদ্যুৎ, প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন প্রমুখ।
সভায় বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয় আলোচনা করা হয়। এসময় বিভিন্ন নদ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সিন্ধান্ত নেয়া হয়।