শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটের বুড়িমারিতে আবু ইউসুফ শহীদুন্নবী জুয়েলকে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার বিচার দাবিতে গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে গত মঙ্গলবার শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিথ্যা গুজব জড়িয়ে জুয়েলকে আগুন দিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দুষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ধর্মভীরু জুয়েলকে ধর্মান্ধ বানিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে নির্মমভাবে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, যা মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। বক্তারা বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। অবিলন্বে শিক্ষক জুয়েেেলর হত্যকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, মুরাদ জামান রব্বানী, রিক্তু প্রসাদ, নিহত জুয়েলের স্বজন, কায়সার রহমান রোমেল, ওয়ারেছ সরকার।
সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন চুনি ইসলাম, রনজিৎ সরকার,আনারুল হক। তবলায় সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত। আবৃত্তি করেন বাচিক শিল্পী গৌতমাশিস গুহ সরকার।