শুক্রবার, ২৭ মে ২০২২, ০৩:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর বাজারের বিভিন্ন চায়ের স্টল, ক্লাব ও দোকানে প্রতিনিয়ত চলে লুডুখেলা জুয়ার আধুনিকতায় এসে পরেছে এন্ড্রয়েড ফোনে লুডু গেম বিভিন্ন শ্রেনীর মানুষ, স্কুলপডুয়া ছাত্র ও তরুনরা ঝুকে পরেছে এই খেলায়
প্রতিদিন বিকাল/সন্ধা হলেই শুরু হয় বাজারের বিভিন্ন চায়ের স্টলে, দোকানে বা কথিত ক্লাবে নগদ টাকা ২০,৫০,১০০,২০০,৫০০ এমন কি ১০০০ টাকা করেও প্রতি গেমে বাজি/জুয়া খেলা চলে সম্প্রতি দেখা গেছে এই খেলায় চারজন করে একটি মোবাইলে খেলে, প্রতিজন ভিন্ন ভিন্ন ভাবে প্রতিযোগীতা করে এবং যে সর্বপ্রথম উইনার হয় সে বাকি তিনজনের বাজী ধরা টাকা জিতে নেয় এভাবে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত প্রযন্ত চলে এই লুডু খেলা
এই লুডু খেলায় অনেকে প্রতিদিন আর্থিক ক্ষতিগ্রস্ত সহ পারিবারিক দন্দে লিপ্ত হচ্ছেন অপরদিকে পরিবারের লোকজনও তাদের এই লুডুখেলাকে কেন্দ্র করে কারও কাছে অভিযোগও করতে পারেন না আবার পরিবারের সেই লুডুর নেশায় পরা ব্যক্তিকেও কোন ভাবেই লুডুখালা বন্ধ করতে পারেন না সাদুল্লাপুর বাজারের বিভিন্ন খানে এই জুয়ার নামে মোবাইলে লুডু খেলা বন্ধে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগি পরিবারের অন্যান্য সদস্যরা তারা আশা করেন সামাজিক সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারিতে এই জুয়া নামের লুডু খেলা বন্ধ করা সম্ভব
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় মুঠো ফোনে বলেন, লুডু গেম জুয়া ও জুয়ার বিরুদ্ধে সাদুল্লাপুর থানা পুলিশের বিভিন্ন স্থানে অভিযান চলমান আছে।