সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন

জুমারবাড়ী রোমা সিনেমা হলের মালিক বুলুকে হত্যা

জুমারবাড়ী রোমা সিনেমা হলের মালিক বুলুকে হত্যা

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার জুমারবাড়ী রোমা সিনেমা হলের মালিক বজলুর রহমান বুলুকে কে বা কারা হত্যা করে সিনেমা হল চত্বরে ফেলে রেখে গেছে।
জানা গেছে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত্যু কায়তুল্যার পুত্র বুলু মিয়া গত ১০ এপ্রিল মাগরিবের নামাযের পর প্রতিদিনের ন্যায় কেরাম বোর্ড খেলার উদ্দেশ্যে জুমারবাড়ী বাজারস্থ মাফু মিয়া’র ঘরে কেরাম বোর্ড খেলতে যায়। পরে ওই দিন রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্যায়ে ভোর ৫টায় সিনেমা হল চত্বরে গিয়ে তাঁর শরীরের ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পায়। তাৎক্ষণিক সাঘাটা থানায় খবর দিলে থানা পুলিশ গতকাল ১১ এপ্রিল লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করে।
ওসি বেলাল হোসেন জানান, নিহতের ছেলে আব্দুল আল তাহের বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
নিহত বুলু মিয়ার স্ত্রী তহমিনা বেগম জানান- আমার স্বামীকে কে বা কারা খুন করেছে তা আমি জানিনা, তবে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com