মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামে দানশীল ব্যক্তিদের উদ্যোগে বায়তুন নূর শাহী জামে মসজিদ এর সুউচ্চ গম্বুজ বিশিষ্ট ত্রি-তল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
জানা যায, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ মসজিদ টি নির্মাণ করা হচ্ছে , এ উপলক্ষে গতকাল স্থানীয় দেড় হাজার মুসল্লিদের অতিথি আপ্যায়নে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ সময় যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদ নির্মাণে দান করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, সাবেক কাস্টম অফিসার আব্দুল হাই, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ্ব ডক্টর শাকিল আহম্মেদ, উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রশিদ সরকার বকুল, কৃষি অফিসার গোলাম রাব্বী, উদয়ন মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক সুমন মিয়া, আসাদুল ইসলাম, শরিফুল ইসলাম, ডাক্তার হারুনুর রশিদ সরকার, আব্দুল বারীসহ আরো অনেকে।