শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী আব্দুস সালাম জাকির মনোনয়নপত্র গতকাল শনিবার সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামের কাছে জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য জাসদ নেতাকর্মীসহ কামারজানি ইউনিয়নের ৩ শতাধিক নারী-পুরুষ একটি মিছিল নিয়ে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে যান।
এর আগে জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, এসএম খাদেমুল ইসলাম খুদি, মোক্তাদির রহমান মিঠু, নুর মোহাম্মদ বাবু, অ্যাডঃ মোহাম্মদ আলী প্রামানিক, রোকন-দৌলা রোকন, ফিরোজ কবির রানা প্রমুখ।