শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিভিন্ন সাধারন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যাক্তির অনুকুলে অনুদানের চেক বিতরন করা হয়েছে। গাইবান্ধা জেলা সমাজকল্যাণ পরিষদ এর আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ( রেজিঃ) মিজানুর রহমান মল্লিক, শহর সমাজসেবা অফিসার এর অফিস সহকারী সুজন প্রমুখ। এতে ১০ হাজার টাকা করে ২৫জন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যাক্তিকে বেয়ার চেক ও ১৬ টি সাধারন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এর প্রতিনিধিদেরকে চেক প্রদান করা হয়।