রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে গতকাল গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয় । কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল । এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন । সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর , জেলা সমবায় অফিসার মোঃ ফেরদৌস রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুদ দাইয়ান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, জমি বন্ধকী ব্যাংকের চেয়ারম্যান মন্ডা মিয়া, সাংবাদিক আবেদুর রহমান স্বপন প্রমুখ।