শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক ২০২৩ উপলক্ষে গত বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, আলোচনা সভা, সকল মসজিদ মন্দির, গীর্জায় প্রার্থনা, জেলখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের চিত্রাংকন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলী আকবর মিয়া, জেলা শিক্ষা অফিসার রোখসানা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসার রেজিষ্টার মিজানুর রহমান মল্লিক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন স¤পাদক প্রমতোষ সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সূর্য প্রমুখ।