শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় ১৫ আগষ্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, খাদ্য বিতরণ এবং বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা সহ অন্যান্য কর্মসূচি। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হীরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, মোঃ শহিদুল ইসলাম আবু, মোঃ সুলতান আলী মন্ডল, সিদ্দিকুল ইসলাম রিপু, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, মৃদুল মোস্তাফি ঝন্টু, সাইফুল আলম ছাকা, এ্যাডঃ সমিরন কুমার, এ্যাডঃ মোঃ জরিদুল ইসলাম, এ্যাডঃ মোঃ তানজিমুল ইসলাম জামিল, এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ মজিবুল হক মহোন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধরণ সম্পাদক মোঃ আমিনুরজ্জামান রিংকু, মোঃ রুবেল মিয়া প্রমুখ।