রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পলাশবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ হলেন যারা। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের প্রেক্ষিতে পৃথক মোট ৯ ক্যাটাগরির মধ্যে ৬টিতে শ্রেষ্ঠদের মনোনীত করা হয়। বিভিন্ন মূল্যায়নে যাচাই-বাছাই শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গত ১২ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করেন। সার্বিক ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হয়েছেন যথাক্রমে বৈরী হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও জামালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা ইসলাম। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রব মিয়া। শ্রেষ্ঠ উপজেলা সহকারি শিক্ষা অফিসার হয়েছেন মোঃ আসাদুজ্জামান মন্ডল দোলন। ব্যবস্থাপনা কমিটির মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নজরুল ইসলাম রাজু। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রায়তি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুমান আরা গুলেনুর প্রতিক্রিয়ায় বলেন, শ্রেষ্ঠরা সবাই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এবং অভিজ্ঞ। শিক্ষা বিস্তারে এ উপজেলায় বিশেষ ভূমিকা এবং অবদান রাখায় তাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
প্রাথমিক শিক্ষায় শেষ্ঠত্ব যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা পর্যায় ৯টি’র মধ্যে ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পদক প্রদান করা হয়। শ্রেষ্ঠত্ব পদক প্রদান ধারাবাহিকতা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।