সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সভা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টারঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল । অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম, পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পৌর প্যানেল মেয়র শহীদ আহমেদ প্রমুখ । সভায় গাইবান্ধা পৌর সভার মেয়র, প্যানেল মেয়রগন সহ নির্বাচিত সকল কাউন্সিলার, সংরক্ষিত মহিলা কাউন্সিলার এবং সদর উপজেলার সকল নির্বাচিত চেয়ারম্যান, সকল ইউপি সদস্য এবং সকল সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতিনিধিদেরকে জানানো হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সেবা নিয়ে যে সকল সমস্যা ও জটিলতা রয়েছে তা নিরসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com