মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০২২ কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে গাইবান্ধা পৌরসভাকে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত করা হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে গতকাল রোববার এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমানের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোর্শেদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পিএএ সিনিয়র সচিব এন.এম জিয়াউল আলম, মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মোঃ সামসুল আরেফিন।