শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় কৃষক সমিতি আদিবাসীদের ১৬ দফা দাবি বাস্তবায়নের প্রতি সমর্থন এবং রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় আদিবাসী পরিষদের ডাকে সমাবেশ ও মিছিলের প্রতি সংহতি জানিয়ে আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার বিচারসহ বরেন্দ্র কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিরুদ্ধে গতকাল বুধবার গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের গানাসার্স মাকের্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, ফারুকুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।