সোমবার, ২৯ মে ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতার স্বপ্নের সোনার বিনির্মানে উৎপাদনশীলতা শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুস সামাদ, কৃষি সম্প্রসারন বিভাগের প্রশিক্ষন অফিসার কৃষিবীদ রাহেলা পারভীন। বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মোস্তাক আহম্মেদ রঞ্জু, বিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আবেদুর রহমান স্বপন, সহকারি কমিশনার মোঃ শাহীন দেলোওয়ার প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, উৎপাদশীলতা গুররুত্ব ও ব্যক্তি জাতীয় সকল কমকান্ডের সাথে অতি নিবিড়ভাবে সম্পর্কিত। এর সুফল ভোগ করতে সমাজের সকলের স্বতঃফুর্ত অংশগ্রহণ এবং অঙ্গীকার একান্ত প্রয়োজন।