রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংপুর গ্রামে তফশিলী জমি বেআইনি ভাবে দখল করায় মামলা দায়ের করলে বাদী মোসলেম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দাঙ্গাবাজ ব্যক্তির বিরুদ্ধে । অভিযোগ সুত্রে জানা যায়, খামার চান্দের ভিটা গ্রামের মোসলেম উদ্দিনের ১৯৯৭ সালে ক্রয়কৃত ৩২ শতক তফশিলী জমি মোঃ লিটন, আহসান হাবীব লুবন, মোঃ নয়ন মিয়া, মোঃ লিপন মিয়াসহ স্থানীয় কয়েকজন দাঙ্গাবাজ শ্রেনীর লোক দখল করার চেষ্টা করে আসছিল । এরপর ঐ জমির অপর অংশিদার মোজাফফর আহমেদ ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করলে আসামিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দিলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তফশিলী জমিতে বেআইনি ভাবে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় । হাসপাতালে চিকিৎসাধীন থাকার ১ দিন পর গত ২৯ জুন তার চিকিৎসাপত্র হারিয়ে যায় ।
চিকিৎসা পত্র হারিয়ে যাওয়া প্রসঙ্গে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ জানান, হয়তো রোগীর পরিবারের সদস্য পরিচয়ে কেউ এসে চিকিৎসা পত্রটি নিয়ে গেছে আমরা ঐ রোগীকে নতুন করে আবার চিকিৎসাপত্র দিয়ে দিব ।
এ ঘটনায় মোসলেম উদ্দিন বাদী হয়ে লিটন লুবনসহ সাত জনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।