শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চতকরণ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল বুধবার দুপুরে এক গণ শুনানী অনুষ্ঠিত হয়। ইউনিসফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণ শুনানীর আয়োজন করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপিতত্বে গণ শুনানীতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা কো-অডির্নটর এলজিসি আব্দুল হালিম মিয়া, জেলা রেজাল্ট মনিটরিং এক্সপার্ট সুজন ওয়ালিস বিশ্বাস, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শিফকুল ইসলাম প্রমুখ। গণ শুনানীত জনপ্রতিনিধি, ইউনিয়েনর বিভিন্ন স্তরের মানুষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।