শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধার সহযোগিতায় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গাইবান্ধা-এর আয়োজনে শ্রী শ্রী কালীবাড়ী মন্দির-এ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২২ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপিত অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, রনজিৎ বকসী সূর্য প্রমুখ।