শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে ‘জনশুমারির আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ বাস্তবায়নে ১৫জুন থেকে ২১জুন পর্যন্ত জনশুমারি ও গৃহ গণনা উপলক্ষে ইউসিসি, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। গতকাল সোমবার গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক, সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ডঃ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম আদম শুমারি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইসময় যথাযথ উন্নয়নের জন্য নির্ভূল পরিসংখ্যান করেন। এতে করে ‘একটি দেশ বা সীমানা অংকিত অঞ্চলের সকল ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ, সংকলন এবং প্রকাশের সার্বিক প্রক্রিয়া’ সম্পন্ন হয়।