শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্যাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভা গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম প্রমুখ।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোট প্রদান করতে পারেন সে জন্য নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ গ্রহণমূলক নির্বাচন হয় এবং জনগনের যাতে মতামতের পতিফলন ঘটে সেই লক্ষ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, ইভিএম এর মাধ্যমে গ্রহণ যোগ্য নির্বাচন হবে এবং জনগণের পছন্দের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন।