বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টাঃ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান যৌথভাবে আয়োজিত এডুকেশন আউটলিডের সহযোগিতায় শিক্ষা বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বুধবার গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপজেলা শিক্ষা অফিসার আনজুমানআরা গোলেনুর, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মেহেদী আখতার, অধ্যক্ষ মোঃ একরামুল হক খান, গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাংবাদিক এসএম বিপ্লব, প্রিসিলা মুরমু, সেভ দ্যা চিলড্রেনের মোঃ আব্দুল মতিন প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কেএম এনামুল হক।