শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মানবিক মর্যাদা দিবসে জাতি-বর্ণ ও পেশাভিত্তিক সকল বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষ হিসেবে মর্যাদাপূর্ন জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা ডি.বি. রোডে বেসরকারি সংগঠন জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক রাজেশ বাসফোর, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, শাহজাদী হাবিবা সুলতানা পলাশ, খিলন রবিদাস, সুনিল রবিদাস, নয়ন ভূইমালী, শান্তি রানী রবিদাস, রাধারানী রবিদাস, সুমিত্রা রানী, বিপুল রবিদাস, কাজল রবিদাস, রবিলাল রবিদাস, সুজন রবিদাস, দীপলাল রবিদাস প্রমুখ।