সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফের সরকারি ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের প্রণোদনার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। উল্লেখিত দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শহরের ১নং রেল গেইটে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, কোষাধ্যক্ষ রুবেল শেখ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মৌসুমি আক্তার, পলাশবাড়ী উপজেলা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লাহুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।