মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং লেখক মুশতাকের রাষ্ট্রীয় হত্যার বিচারের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল বুধবার সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জীবন, রুবেল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, কালাকানুন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে রাষ্ট্রীয় মদদে লেখক মুসতাক আহম্মেদকে হত্যা করা হয়েছে, অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার করতে হবে। সেই সাথে তারা লেখক মুসতাক হত্যার বিচার দাবিতে ঢাকায় মশাল মিছিল থেকে আটক ছাত্র নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং কালাকানুন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com