সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলার ২৬তম সম্মেলন গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট কবি সরোজ দেব। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে সমাবেশে মিলিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাদিম মাহমুদ। জেলা সংসদের সভাপতি পঙ্কজ সরকারের সভাপতিত্বে ও জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমন্বয়ক ও রংপুর জেলা সভাপতি জিয়াউর রহমান, রবিউল ইসলাম রবি, রাহেলা সিদ্দিকা প্রমুখ।