সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রুঘুনাথপুরে পারিবারিক বিরোধের জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আহাদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে প্রকাশ, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউপির রুঘুনাথপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আহাদুলের সাথে কবুতর চুরিকে কেন্দ্র করে একই গ্রামের ইয়ছিন আলীর পুত্র সোহাগ সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১ ফেব্রুয়ারী ভোরে পরিকল্পিতভাবে হাঁসের ফার্মের প¦াশে বিষ প্রয়োগ করে ফলে ফার্মের ৭০টি হাঁস মারা যায়। ঘটনার পর গন্যমান্য ব্যাক্তিবর্গদের জানালে ২নং আসামী সোহাগ ও ৫নং আসামী ইয়াছিনের বাড়ীতে গিয়ে ক্ষতিপুরন চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বেড় করে দেয়। পরদিন এরই জেরে সোহাগ সহ ৯ জনের একটি দল তার বাড়িতে গিয়ে আশাদুলকে এলোপাথরিভাবে মারপিট শুরু করে মারপিটের একপর্যায়ে মাটিতে লুটিয়ে পরলে ধারালো ছোরা দিয়ে মাথায় রক্তাক্ত করে । পরে এলাকাবাসী এসে আহাদুলসহ তার পরিবারকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।