শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়ির চরাঞ্চলে দুইটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন এর নিকট স্মারকলিপি দিয়েছেন ‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাঁর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চর রক্ষা ও উন্নয়ন ঐক্যর পক্ষে আবু হুরাইরা আতিক, জসিম উদ্দীন, ফরহাদ আলী, আলমগীর হোসেন, আতিকুর রহমান শান্ত, আরবী আকতার, মোনায়েম হোসেন মিম, জাহিদ হোসেন, রাসেল মোশাররফ প্রমুখ।
জানা যায়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে প্রায় অর্ধলক্ষ মানুষ বসবাস করে। এই বিস্তীর্ণ চরাঞ্চলে মাধ্যমিক পর্যায়ে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটি মাত্র দাখিল মাদরাসা রয়েছে। এছাড়া কোন মাধ্যমিক বিদ্যালয় নাই। তাই বিশাল জনগোষ্ঠীর এই চরের শিক্ষার্থীদের ৮/১০ কিলোমিটার চরাঞ্চল পাড়ি দিয়ে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়।