শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
কঞ্চিবাড়ী (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে চরাঞ্চলের বেঁলে মাটিতে এবার প্রচুর পরিমাণে আগাম জাতের ছিটা পেঁয়াজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় জমিতে বীজ ছিটিয়ে চাষ করা ছিটা পেঁয়াজের ফলনও ভাল হয়েছে। পেঁয়াজের দাম বেশী থাকায় কৃষকরা আগাম জমি থেকে পেঁয়াজ তুলে তা বাজারজাত করায় হাট-বাজারগুলোতে পাতাসহ নতুন পেঁয়াজের আমদানি এখন অনেক বেশী। ফলে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। এছাড়াও আমদানিকৃত পুরাতন পেঁয়াজ এখন জেলার হাট-বাজারের আড়তগুলোতে প্রচুর মাত্রায় আসতে শুরু করেছে। সে কারণে পুরাতন পেঁয়াজের সরবরাহ বেশী হওয়ায় দাম কমছে। ফলে কেজি প্রতি পুরাতন পিয়াজ ৪০ থেকে ৬০ টাকা এবং নতুন পিয়াজ কেজি প্রতি ৩০ টাকা কমেছে। এখন প্রতিকেজি নতুন পেঁয়াজ ৭০ টাকা এবং আমদানিকৃত পুরাতন পেঁয়াজ ১৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিবছর আগাম এই ছিটানো জাতের পেঁয়াজ চাষ করা হয়। এবার জেলায় ৪৭০ হেক্টর জমিতে ছিটা পেঁয়াজ চাষ করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা যায়। এই জাতের পেঁয়াজ আকৃতিতে খুব ছোট হয় এবং আগাম এদের জমি থেকে তুলে নিতে হয়। বীজ থেকে চারা করে যে পেঁয়াজ উৎপাদন করা হয় তা জমি থেকে উত্তোলন করা হয় পৌষ মাস থেকে মাঘ মাসের মধ্যভাগে। এই জাতের পেঁয়াজ আকৃতি হয় অনেক বড় এবং ফলনও হয় অনেক বেশী।