সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঘুড়িদহ ইউপি নির্বাচনে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

ঘুড়িদহ ইউপি নির্বাচনে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

সাঘাটা প্রতিনিধিঃ গত ২৯ ডিসেম্বর অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে একটানা ভোট গ্রহন করা হয়। কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা অনিয়মের ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সদস্যপদে ৪০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে সেলিম আহম্মেদ তুলিপ মোটরসাইকেল ৬ হাজার ৬শ ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ৪শ ৬৭ ভোট পান।
উল্লেখ্য, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ এর সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনা করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com