সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় পল্লী বিদ্যুত্যের তারে জড়িয়ে রুবেল মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে ওই উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পার্শ্বের পল্লী বিদ্যুতের খুটি থেকে অবৈধ সংযোগের মাধ্যমে সেচ পাম্প দিয়ে পুকুর সেচে মাছ ধরার আয়োজন করে ওই গ্রামের আব্দুর ছালামের ছেলে টুটুল মিয়া। পুকুর সেচ অবস্থায় হঠাৎ মটরের পানি পড়ে গেলে পার্শ্ববর্তী মরহুম হায়দার আলীর পুত্র রুবেল মিয়াকে ঘুম থেকে ডেকে নেয় টুটুল মিয়া। পরে টুটুল মিয়ার কথা অনুযায়ী রুবেল মিয়া মটরটি স্পর্শ করে দেখা মাত্রই সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ খবর শুনে টুটুল মিয়া লাশ ফেলে সটকে পড়ে। পরে পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়িতে আসে।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ঘটনার সত্যতা নশ্চিত করেছেন।