সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে গ্রুপভূক্ত কলম চারা বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার স্থানীয় গাইবান্ধা সদর কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী অফিসার প্রসুণ কুমার রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ আলী ইমরান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ¦ মোঃ আব্দুল মজিদ সহ অন্যান্য কর্মকর্তা গণ।
পরে হ্ইুপ ৬হাজার ৬শ ৬০ জন কৃষককের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।