শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার তুলসীঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সরোওয়ার কবীর, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানি, সাহাপারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মিঠুল, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
টুর্নামেন্টে সদর উপজেলার ১৩ ইউনিয়নের মোট ১৩টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে খোলাহাটী ইউনিয়ন দল বনাম সাহাপারা ইউনিয়ন দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।