মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পৌর এলাকার ভাঙ্গাচোরা রাস্তায় জনদুর্ভোগ পিচঢালাই আর ইট-খোয়া উঠে গাইবান্ধা পৌরসভার সার্কুলার রোড, সদর হাসপাতাল সড়কসহ বেশ কিছু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর এই করুণ দশা হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ অবস্থায় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। সংস্কারের অভাবে গাইবান্ধা পৌর গোরস্থানের পাশ দিয়ে যাওয়া সার্কুলার রোডের বেশ কিছু অংশ ভেঙে চুরে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পথচারীদের হাটাচলার বিঘœ ঘটছে। অনেক দিন থেকেই পথচারীরা বেশ অস্বস্থির মধ্যেও চলাচল করছে। বিষয়টি যেন দেখার কেউ
নেই। গত শুক্রবার শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, জেলা সদর হাসপাতাল সড়কটির অবস্থাও বেহাল। পিচঢালাই উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এ এলাকায় বৃষ্টি না হলেও কোথাও কোথাও রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে আছে। অন্যদিকে গোরস্থান মোড় হতে মাস্টার পাড়া মোড় পর্যন্ত রাস্তার উপর ৩টি স্থানে মোরামতের জন্য বিটুমিন তুলে ফেলা হলেও দীর্ঘদিন পরেও মেরামতের কোন উদ্দ্যোগ নেয়া হয়নি। ফলে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। পৌরগোরস্থানের গেটের সামনে ড্রেনের উপরে দীর্ঘদিন থেকে রাখা রাস্তা খোড়া মাটি,পাথর আর বালি জনদুর্ভোগ বাড়িয়েছে। এছাড়াও একই স্থানে ড্রেনের উপরের স্লাব ভেঙ্গে ৬টি অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যেকোন সময় পথচারীরা মারাত্বক দুর্ঘটনায় পড়তে পারে। পৌরবাসীর প্রত্যাশা, পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ বিষয়টির প্রতি দৃষ্টি দিয়ে ড্রেনের উপর রাখা পরিত্যক্ত মাটি, পাথর বিটুমিন সড়িয়ে এবং ড্রেনের ডাকনা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নির্বিঘেœ জনগনের পথচলা নিশ্চিত করবেন।