সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাকালিন সময়ে দেশবাসীকে সুস্থ রাখতে (কোভিড-১৯) প্রতিরোধে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২,গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য, এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে উপজেলার ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।