সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন, আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, সরকারী কলেজের প্রভাষক দীপক কর, তাহেদুল ইসলাম রকেট, আব্দুল মোতিন মোল্লা, গোপাল মোহন্ত, বোরহান আলী প্রমূখ। অনুষ্ঠানে যথাযথ মর্যদার সাথে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ শে মার্চ উদযাপন সিদ্ধান্ত গৃহীত হয়।