সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন। আগামী ৩০ জানুয়ারী গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ব্রজেন্দ্র নাথ রায় জানান, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- কেএম জাহাঙ্গীর আলম (আ’লীগ), ফারুক আহম্মেদ (বিএনপি), আনিছুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মুকিতুর রহমান রাফি (স্বতন্ত্র), রবিউল ইসলাম (স্বতন্ত্র), জহুরা খাতুন আনীকা (স্বতন্ত্র)।