বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ পৌরসভায় মশক নিধণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার ।
গত সোমবার দুপুরে পৌরভবন কার্যালয়ে মশক নিধণ কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পি, রিমন তালুকদার, পৌর কাউন্সিলার শাহিন আকন্দ, জোবাইদুর রহমান বিশা, আমির হোসেন সোনা মিয়া, ফারুক হোসেন, জহুরা বেগম, মহিলা কাউন্সিলার গোলাপী বেগম, রেবেকা সুলতানা শিল্পি, মারুফা বেগম, পৌরসভার সার্ভেয়ার আনোয়ার হোসেন সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ।